FmD4FRX3FmXvDZXvGZT3FRFgNBP1w326w3z1NBMhNV5=
Your Ads Here
items

বাংলাদেশের জনপ্রিয় ১০ টি YouTube চ্যানেলের ইনকামের পরিমান!

অনলাইনের সাথে সম্পৃক্ত সকল ব্লগার ও ডেভেলপারদের জনপ্রিয় একটি প্লাটফর্ম হচ্ছে ই্উটিউব। অনলাইন ব্লগিং এর সাথে যারা জড়িত আছেন তারা সবাই ব্লগিং এর পাশাপাশি ইউটিউব মার্কেটিং করতে পছন্দ করেন। আজকে আমি কোন ধরনের টিপস বা ট্রিকস নিয়ে কথা বলব না।

আজকের পোস্টে বাংলাদেশের জনপ্রিয়তার তালিকায় শীর্ষে থাকা YouTube চ্যানেল গুলির মধ্যে র‌্যাংকিং এর দিক থেকে কার অবস্থান কত ও তাদের সেই সকল ইউটিউব চ্যানেল থেকে কি পরিমান টাকা ইনকাম করছে সে বিষয়ে আলোচনা করব।
বাংলাদেশের জনপ্রিয় ১০ টি YouTube চ্যানেলের ইনকামের পরিমান!



এক সময় ইউটিউব শুধুমাত্র গান দেখার মাধ্যম হিসেবে পরিচিত ছিল কিন্তু বর্তমানে ইউটিউবে সকল ধরনের টিপস ও ট্রিকস সংক্রান্ত ভিডি পাওয়া যায়। তাছাড়া সবচাইতে মজার বিষয় ইউটিউব ভিডিও আপলোড করে মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করা যায়।




যার জন্য সবাই এখন ইউটিউবে কাজ করার জন্য ঝুকছে। আপনি চাইলে যে কোন ধরনের ভিডিও আপলোড করে জনপ্রিয়তা অর্জন করতঃ ইউটিউব থেকে ভালোমানের টাকা আয় করতে পারবেন।
উপরে চিত্রে আপনারা বাংলাদেশের জনপ্রিয় Youtuber সালমান মুক্তাদিরকে দেখতে পাছেন। তিনি নাকি বাংলাদেশ সবচাইতে কম বয়সি সফল ইউটুবার। Salaman The Brownfish নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। মূলত এই চ্যানেলের হাত ধরেই তিনি এত জনপ্রিয়তা পেয়েছেন। দেখা যাক তার চ্যানেলটি বাংলাদেশের সেরা ১০ টি ইউটিউব চ্যানেল এর তালিকা পাওয়া যায় কি না?

০১। BD-Hits

বাংলাদেশের জনপ্রিয় ১০ টি YouTube চ্যানেলের ইনকামের পরিমান!
    • ইউটিউব র‌্যাংক - ১ম।
    • চ্যানেল চালু করা হয় - ০২/০১/২০১৪ খ্রিঃ।
    • মোট সবস্ক্রাইবার - প্রাইভেসি করে রাখার কারনে শো করছে না।
    • চ্যানেলের ধরন - বিনোদন।
    • মোট ভিডিও স্যখ্যা- ১৯৪২ টি।
    • ভিডিও ভিউ - ২৮৫,৮২৭,০৫৯ বার।
    • গ্রেড - A+
    • গ্লোবাল সাবস্ক্রাইবার র‌্যাংক - ২৬,৫৫৫,৯৫৫ তম।
    • গ্লোবাল ভিডিও ভিউ র‌্যাংক - ৯,৮৫৫ তম।
    • গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ২,৬২৩, ৫৩০ বার।
    • আনুমানিক মাসিক ইনকাম - ৬৫৬ থেকে ১০৫০ ইউএস ডলার।
    • আনুমানিক বাৎসরিক ইনকাম - ৭৯০০ থেকে ১২৫০০০ ইউএস ডলার।

০২। Anupam Movie Songs

বাংলাদেশের জনপ্রিয় ১০ টি YouTube চ্যানেলের ইনকামের পরিমান!
    • ইউটিউব র‌্যাংক - ২য়।
    • চ্যানেল চালু করা হয় - ০৫/০৫/২০১৮ খ্রিঃ।
    • মোট সবস্ক্রাইবার - ১,৭৭২,০০৩ জন।
    • চ্যানেলের ধরন - বিনোদন, মুভি ও গান।
    • মোট ভিডিও স্যখ্যা- ৯৯০ টি।
    • ভিডিও ভিউ - ৭৪৬,৩৪০,৬১১ বার।
    • গ্রেড - A
    • গ্লোবাল সাবস্ক্রাইবার র‌্যাংক - ৫,৬৮২ তম।
    • গ্লোবাল ভিডিও ভিউ র‌্যাংক - ৩,২৩৯ তম।
    • গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ৯৫,০০৯,৭০০ বার।
    • গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা - ২০৯,৯১৪ জন।
    • আনুমানিক মাসিক ইনকাম - ২৩.৮০ হাজার থেকে ০৩ লক্ষ ৮০ হাজার ইউএস ডলার।
    • আনুমানিক বাৎসরিক ইনকাম - ০২ লক্ষ ৮৫ হাজার থেকে ৪.৬ মিলিয়ন ইউএস ডলার।

০৩। Ashik Gallery

বাংলাদেশের জনপ্রিয় ১০ টি YouTube চ্যানেলের ইনকামের পরিমান!
    • ইউটিউব র‌্যাংক - ৩য়।
    • চ্যানেল চালু করা হয় - ১৬/০৩/২০১৭ খ্রিঃ।
    • মোট সবস্ক্রাইবার - ১৫৪,৩৭১ জন।
    • চ্যানেলের ধরন - মিউজিক ও মডেল।
    • মোট ভিডিও স্যখ্যা- ১৭০ টি।
    • ভিডিও ভিউ - ৪৮,৬৩৭,৪৭৬ বার।
    • গ্রেড - A-
    • গ্লোবাল সাবস্ক্রাইবার র‌্যাংক - ৮১,৩৪৮ তম।
    • গ্লোবাল ভিডিও ভিউ র‌্যাংক - ৬১,৬৮৪ তম।
    • গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ৯৮৪,৭২০ বার।
    • গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা - ৫,৪২৮ জন।
    • আনুমানিক মাসিক ইনকাম - ২৪৬ থেকে ০৩.৯০ হাজার ইউএস ডলার।
    • আনুমানিক বাৎসরিক ইনকাম - ০৩ হাজার থেকে ৪৭.৩০ হাজার ইউএস ডলার।

০৪। G Series (Music)

বাংলাদেশের জনপ্রিয় ১০ টি YouTube চ্যানেলের ইনকামের পরিমান!
    • ইউটিউব র‌্যাংক - ৪র্থ।
    • চ্যানেল চালু করা হয় - ১৬/০২/২০১৬ খ্রিঃ।
    • মোট সবস্ক্রাইবার - ২,৬২৫,৩২৩ জন।
    • চ্যানেলের ধরন - বিনোদন ও গান।
    • মোট ভিডিও স্যখ্যা- ২,৩১৭ টি।
    • ভিডিও ভিউ - ৫৭০,৮৫৯,৯৯৪ বার।
    • গ্রেড - B+
    • গ্লোবাল সাবস্ক্রাইবার র‌্যাংক - ৩,২৭৮ তম।
    • গ্লোবাল ভিডিও ভিউ র‌্যাংক - ৪,৪৪৮ তম।
    • গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ৩৮,৪৭৭,১০০ বার।
    • গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা - ১৮০,৫৩২ জন।
    • আনুমানিক মাসিক ইনকাম - ০৯.৬০ হাজার থেকে ০১ লক্ষ ৫৪ হাজার ইউএস ডলার।
    • আনুমানিক বাৎসরিক ইনকাম - ০১ লক্ষ ১৫ হাজার থেকে ১.৮ মিলিয়ন ইউএস ডলার।

০৫। Riot

বাংলাদেশের জনপ্রিয় ১০ টি YouTube চ্যানেলের ইনকামের পরিমান!
    • ইউটিউব র‌্যাংক - ৫তম।
    • চ্যানেল চালু করা হয় - ১১/০৭/২০১৪ খ্রিঃ।
    • মোট সবস্ক্রাইবার - ১,০০৫,৭৬৫ জন।
    • চ্যানেলের ধরন - খেলাধুলা।
    • মোট ভিডিও স্যখ্যা- ১,৭৯১ টি।
    • ভিডিও ভিউ - ৩৮২,৬৫৩,৪৯৪ বার।
    • গ্রেড - B+
    • গ্লোবাল সাবস্ক্রাইবার র‌্যাংক - ১১,৬৫৬ তম।
    • গ্লোবাল ভিডিও ভিউ র‌্যাংক - ৭,১৪৬ তম।
    • গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ৩৬,০২৮,৮০০ বার।
    • গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা - ৭৭,৪৮৪ জন।
    • আনুমানিক মাসিক ইনকাম - ০৯ হাজার থেকে ০১ লক্ষ ৪৪ হাজার ইউএস ডলার।
    • আনুমানিক বাৎসরিক ইনকাম - ০১ লক্ষ ০৮ হাজার থেকে ১.৭ মিলিয়ন ইউএস ডলার।

০৬। Funny Cafe

বাংলাদেশের জনপ্রিয় ১০ টি YouTube চ্যানেলের ইনকামের পরিমান!
    • ইউটিউব র‌্যাংক - ৬ষ্ঠ।
    • চ্যানেল চালু করা হয় - ১৩/০৫/২০১৮ খ্রিঃ।
    • মোট সবস্ক্রাইবার - ১২৭,৮১২ জন।
    • চ্যানেলের ধরন - ফ্যান।
    • মোট ভিডিও স্যখ্যা- ৩০ টি।
    • ভিডিও ভিউ - ১৯,৫৪৬,৯২৪ বার।
    • গ্রেড - B+
    • গ্লোবাল সাবস্ক্রাইবার র‌্যাংক - ৯৫,৯৬৪ তম।
    • গ্লোবাল ভিডিও ভিউ র‌্যাংক - ১৫০,০১৪ তম।
    • গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ৪,৮৬২,৮৮০ বার।
    • গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা - ২,৪৫৬ জন।
    • আনুমানিক মাসিক ইনকাম - চ্যানেল মনিটাইজেশন হয়নি।
    • আনুমানিক বাৎসরিক ইনকাম - চ্যানেল মনিটাইজেশন হয়নি।

০৭। Channeli Tv

বাংলাদেশের জনপ্রিয় ১০ টি YouTube চ্যানেলের ইনকামের পরিমান!
    • ইউটিউব র‌্যাংক - ৭তম।
    • চ্যানেল চালু করা হয় - ১০/০২/২০১৫ খ্রিঃ।
    • মোট সবস্ক্রাইবার - ১,৯৬৮,০৩৪ জন।
    • চ্যানেলের ধরন - বিনোদন।
    • মোট ভিডিও স্যখ্যা- ২,২০৭ টি।
    • ভিডিও ভিউ - ৪৩২,২০৩,১৪৫ বার।
    • গ্রেড - B+
    • গ্লোবাল সাবস্ক্রাইবার র‌্যাংক - ৪,৮৯৫ তম।
    • গ্লোবাল ভিডিও ভিউ র‌্যাংক - ৬,২০৭ তম।
    • গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ৩৩,৪৫১,২০০ বার।
    • গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা - ১৪১,৬৫১ জন।
    • আনুমানিক মাসিক ইনকাম - ০৮.৪০ হাজার থেকে ০১ লক্ষ ৩৪ হাজার ইউএস ডলার।
    • আনুমানিক বাৎসরিক ইনকাম - ০১ লক্ষ থেকে ১.৬ মিলিয়ন ইউএস ডলার।

০৮। Jaaz Multimedia

বাংলাদেশের জনপ্রিয় ১০ টি YouTube চ্যানেলের ইনকামের পরিমান!
    • ইউটিউব র‌্যাংক - ৮ম।
    • চ্যানেল চালু করা হয় - ১১/১২/২০১৩ খ্রিঃ।
    • মোট সবস্ক্রাইবার - ২,১৩৭,৩০৫ জন।
    • চ্যানেলের ধরন - বিনোদন।
    • মোট ভিডিও স্যখ্যা- ৪০৮ টি।
    • ভিডিও ভিউ - ৭২২,১১২,১৭০ বার।
    • গ্রেড - B+
    • গ্লোবাল সাবস্ক্রাইবার র‌্যাংক - ৪,৩৬৬ তম।
    • গ্লোবাল ভিডিও ভিউ র‌্যাংক - ৩,৩৫৩ তম।
    • গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ৩৫,৯৭১,৮০০ বার।
    • গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা - ১২০,০৪৬ জন।
    • আনুমানিক মাসিক ইনকাম - ০৯ হাজার থেকে ০১ লক্ষ ৪৪ হাজার ইউএস ডলার।
    • আনুমানিক বাৎসরিক ইনকাম - ০১ লক্ষ ০৮ হাজার থেকে ১.৭ মিলিয়ন ইউএস ডলার।

০৯। AroundMeBD

বাংলাদেশের জনপ্রিয় ১০ টি YouTube চ্যানেলের ইনকামের পরিমান!
    • ইউটিউব র‌্যাংক - ৯ম।
    • চ্যানেল চালু করা হয় - ০১/০৯/২০১৬ খ্রিঃ।
    • মোট সবস্ক্রাইবার - ১,৪৭৭,১৯৬ জন।
    • চ্যানেলের ধরন - পিপল।
    • মোট ভিডিও স্যখ্যা- ৭০৩ টি।
    • ভিডিও ভিউ - ৪৮৭,৭০৮,৪৩০ বার।
    • গ্রেড - B+
    • গ্লোবাল সাবস্ক্রাইবার র‌্যাংক - ৭,২২৮ তম।
    • গ্লোবাল ভিডিও ভিউ র‌্যাংক - ৫,৩৬১ তম।
    • গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ২৮,২৫৫,৪১০ বার।
    • গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা - ৯৮,৬৫২ জন।
    • আনুমানিক মাসিক ইনকাম - ০৭.১০ হাজার থেকে ০১ লক্ষ ১৩ হাজার ইউএস ডলার।
    • আনুমানিক বাৎসরিক ইনকাম - ৮৪.৮০ হাজার থেকে ১.৪ মিলিয়ন ইউএস ডলার।

১০। Sangeeta Music

বাংলাদেশের জনপ্রিয় ১০ টি YouTube চ্যানেলের ইনকামের পরিমান!
    • ইউটিউব র‌্যাংক - ১০তম।
    • চ্যানেল চালু করা হয় - ১৭/০২/২০১৫ খ্রিঃ।
    • মোট সবস্ক্রাইবার - ২,১৭২,৬৩৫ জন।
    • চ্যানেলের ধরন - গান।
    • মোট ভিডিও স্যখ্যা- ২,২৩১ টি।
    • ভিডিও ভিউ - ৬৫৩,৭২৪,৮৯২ বার।
    • গ্রেড - B+
    • গ্লোবাল সাবস্ক্রাইবার র‌্যাংক - ৪,২৬২ তম।
    • গ্লোবাল ভিডিও ভিউ র‌্যাংক - ৩,৭৭৮ তম।
    • গত এক মাসের ভিডিও ভিউ সংখ্যা - ৩২,৭৯১,৮০০ বার।
    • গত এক মাসের সাবস্ক্রাইবার সংখ্যা - ১৫৭,৪৯৪ জন।
    • আনুমানিক মাসিক ইনকাম - ০৮.২০ হাজার থেকে ০১ লক্ষ ৩১ হাজার ইউএস ডলার।
    • আনুমানিক বাৎসরিক ইনকাম - ৯৮.৪০ হাজার থেকে ১.৬ মিলিয়ন ইউএস ডলার।

তথ্য ও উপাত্তঃ

উপরের প্রত্যেকটি তথ্য ইন্টারনেট এর বিভিন্ন তথ্যসূত্র থেকে নেওয়া। এ তথ্যগুলো প্রতিনিয়ত পরিবর্তনশীল। উপরের তথ্য থেকে দেখা যাচ্ছে যে, আমাদের সালমান মুক্তাদির এর চ্যানেল সেরা দশটি চ্যানেল এর মধ্যে স্থান পায়নি। তাছাড়া সালমান সাহেব তার চ্যানেলটি বাংলাদেশ না দিয়ে AU দিয়ে রেছেন। যার জন্য র‌্যাংকিং এর ক্ষেত্রে তার চ্যানেলটি বাংলাদেশের সেরা ১০ টি YouTube চ্যানেলের মধ্যে স্থান করে নিতে পারেনি। তারপরও তার চ্যালেনটি আমি এনালাইছ করে দেখেছি। তার চ্যানেলটি সেরা দশের তালিকা কোনভাবেন স্থান করতে পারেনি।

দর্শক আমাদের লেখাটি কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভূলবেন। আমাদের তথ্য ও উপাত্তের মধ্যে কোন ভূল থাকলে তাও আমাদের জানাতে পারেন। আপনার দেওয়া তথ্য যাচাই করে আমাদের পোষ্টটি সংশোধনের চেষ্টা করব।

0/Post a Comment/Comments

Partner

Your Ads Here
73745675015091643
Your Ads Here
Your Ads Here