FmD4FRX3FmXvDZXvGZT3FRFgNBP1w326w3z1NBMhNV5=
Your Ads Here
items

Bkash Helpline Number: বিকাশ হেল্পলাইন

বিকাশ হেল্পলাইন: Bkash provides its customer care service 24/7 the basis from the Bkash helpline 16247 or 02-55663001. Any Bkash customer can easily call the bKash hotline number easily by dialing 16247 from any mobile phone number in Bangladesh including Grameenphone, Robi, Airtel, Teletalk, Banglalink. If you are not satisfied with the hotline number then you can call bKash helpline phone number by this phone number 02-55663001.
Bkash Helpline Number: বিকাশ হেল্পলাইন




Bkash is one of the popular money transaction systems in Bangladesh. At present Bkash is the easiest digital wallet for Bangladesh. Bkash provides its service under the authority of Bangladesh Bank as a part of Brac Bank Limited. Today we will share for Bkash helpline number and all customer care address at once.

বিকাশ হেল্পলাইন

বিকাশ একাউন্টে কোন সমস্যা হলে bKash helpline number এ কল করার প্রয়োজন হয়। আপনার যেকোন ধরনের সমস্যার বিষয়ে বিকাশ হেল্পলাইন নাম্বারে ২৪ ঘন্টা কথা বলতে পারবেন। আপনি দিনের যেকোন সময় ১৬২৪৭ বিকাশ হেল্প লাইন অথবা এই ০২-৫৫৬৬৩০০১ নম্বরে কল করে আপনার সমস্যার সমাধান চাইতে পারেন।

Bkash Helpline Mobile Number

কোন সমস্যা নিয়ে বিকাশ এর সাথে সরাসরি কথার বলার জন্য bKash helpline phone number নেই। আপনাকে এই ০২-৫৫৬৬৩০০১ নম্বরে কল করে সরাসরি আপনার সমস্যা সম্পর্কে বিকাশকে অবহিত করতে পারেন। তাছাড়া এই নাম্বারে ০০৮৮-০২-৯৮৯৪৯১৬ ফ্যাক্স করে বিকাশ কোম্পনিকে আপনার সমস্যা সম্পর্কে লিখিতভাবে জানাতে পারেন।

Bkash Helpline Online

অনলাইনে বিকাশের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে এই ইমেইল support@bkash.com এড্রেসে মেইল করতে পারেন। তাছাড়া bKash online customer care এর সাথে যোগাযোগ করতে চাইলে বিকাশ লাইভ চ্যাট livechat.bkash.com এবং ফেসবুক ফ্যান পেজ fb.com/bkashlimited এ জয়েন করতে পারেন। এ ছাড়াও এই লিংকে ক্লিক করে বিকাশ এর যোগাযোগ ফরম পুরণ করে ইমেইল করতে পারেন।

Bkash Customer Care Address

নিচের গ্রাহক সেবা কেন্দ্রসমূহ সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে। শুধুমাত্র সরকারি ছুটির দিন ব্যতীত বাকি সকল দিনে bKash customer care সরাসরি হাজির হয়ে যেকোন ধরনের বিকাশ সেবা নেওয়া যায়। নিচের বিকাশ কাস্টমার কেয়ার গুলো থেকে আপনি বিকাশ সংক্রান্ত সকল সেবা গ্রহন করতে পারবেন।




বিকাশ কর্পোরেট ঠিকানা
বীর শ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট ৫৪৬,
ঢাকা ক্যান্টনমেন্ট,
ঢাকা-১২০৬
ঢাকা মহাখালী বিকাশ সেন্টার
এসকেএস টাওয়ার (গ্রাউন্ড ফ্লোর) ৭,
ভিআইপি রোড,
মহাখালী, ঢাকা -১২০৬।
ঢাকা বাংলা মোটর বিকাশ সেন্টার
রুপায়ন ট্রেড সেন্টার,
নীচ তলা,
১১৪ বাংলা মোটর মোড়,
কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা।
ঢাকা যাত্রাবাড়ি বিকাশ সেন্টার
রহমান প্লাজা, (১ম তলা),
৪০/১/এ,
শহীদ ফারুক সড়ক,
যাত্রাবাড়ি, ঢাকা।
গাজীপুর বিকাশ সেন্টার
বাতেন ভবান, হোল্ডিং নং ৪৯৪,
দ্বিতীয় তলা, মাতৃভুমি এন্টারপ্রাইজ,
বশির সড়ক, জয়দেবপুর, গাজীপুর
টাঙ্গাইল বিকাশ সেন্টার
বাছেদ খান টাওয়ার,
দ্বিতীয় তলা, হোল্ডিং নং ০১১৭-০০,
ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল।
ময়মনসিংহ বিকাশ সেন্টার
২১ জুবিলী ঘাট, ২য় তলা,
ময়মনসিংহ।
চট্টগ্রাম আগ্রাবাদ বিকাশ সেন্টার
মক্কা মদিনা টাওয়ার,
৭৮, আগ্রাবাদ, (২য় তলা), বা/এ,
চট্টগ্রাম।
চট্টগ্রাম মুরাদপুর বিকাশ সেন্টার
ইসলাম টাওয়ার,
নীচতলা,
৫৯ সিডিএ এভিনিউ,
মুরাদপুর, চট্টগ্রাম।
সিলেট বিকাশ সেন্টার
জে আর টাওয়ার,
২৩ আবাস, ২য় তলা,
জেল রোড, সিলেট, ৩১০০।
খুলনা বিকাশ সেন্টার
ইসরাক প্লাজা, প্লটঃ ৪৩-৪৪,
২য় তলা,মজিদ সরণী,
শিব বাড়ী মোড়,খুলনা।
বরিশাল বিকাশ সেন্টার
রহমত মঞ্জিল কমপ্লেক্স,
২য় তলা,
গোরাচাঁদ দাস রোড,
বটতলা, বরিশাল।
রংপুর বিকাশ সেন্টার
এ জেড টাওয়ার,
৩৪-৩৫, ২য় তলা,
ষ্টেশন রোড,
রংপুর সদর, রংপুর।
বগুড়া বিকাশ সেন্টার
৩২৪, ঝাউতলা,
বড়গোলা,
কাজী নজরুল ইসলাম রোড,
বগুড়া সদর, বগুড়া।
রাজশাহী বিকাশ সেন্টার
৬১, চাঁদ সন্স শপিং কমপ্লেক্স,
২য় তলা, বোয়ালিয়া,
রাজশাহী।
যশোর বিকাশ সেন্টার
হাসান ম্যানশন,
(১ম তলা), এম এম আলি রোড,
মাইক পট্টি, যশোর।
কুমিল্লা বিকাশ সেন্টার
রায় কমপ্লেক্স,
(নীচ তলা), ১১৫/২,
নজরুল এভিনিউ,
কান্দিরপাড়, কুমিল্লা।
ফরিদপুর বিকাশ সেন্টার
হোল্ডিং নং: ৪৬/খ,
ফার্স্ট ফ্লোর, থানা রোড,
ঝিলটুলি, ফরিদপুর।

বিকাশ গ্রাহক সেবা কেন্দ্র

প্রতি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিচের বিকাশ কেয়ারগুলো সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে। এগুলো জেলা পর্যায় থেকে শুরু করে থানা এলাকা এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে রয়েছে। এই গ্রহক সেবা কেন্দ্র থেকে সকল সমস্যার সমাধান না পাওয়া গেলেও মোটামুটি নরমাল সমস্যাগুলো সমাধান পাওয়া যায়। প্রত্যেকটি জেলা এবং থানায় পর্যায়ের বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রের ঠিকানা জানাতে এই লিংকে ক্লিক করুন।

bKash Helpline FAQs

  1. What is bKash helpline number?
    Bkash provides its customer care service 24/7 the basis from the Bkash helpline 16247 or 02-55663001
  2. How can I contact bKash?
    You can call 16247 to contact bKash. You can also contact by official email address support@bkash.com
  3. How recharge mobile from bKash?
    By using the bKash app you can recharge mobile from bKash. You can also recharge by following the steps below –
    1. Go to your bKash Mobile Menu by dialing *247#
    2. Choose Mobile Recharge
    3. Choose your operator
    4. Choose your connection type
    5. Enter the mobile number you want to recharge for
    6. Enter the recharge amount
    7. Enter your bKash Mobile Menu PIN to confirm
  4. Can I change my bKash number?
    If you want to change your bKash number you should contact any bKash customer care center with your active sim number and NID.

0/Post a Comment/Comments

Partner

Your Ads Here
73745675015091643
Your Ads Here
Your Ads Here