রবি মিনিট অফার কোড: রবি সবসময় স্বল্পমূল্যে রবি মিনিট বান্ডেল অফার দিয়ে থাকে। রবি এর মিনিট প্যাক কেনার জন্য রবি বর্তমান মিনিট অফার জানতে হবে। রবি সিমের মিনিট অফার নিয়ে আজকের পোস্টে বিস্তারিত আলোচনা করব। সেই সাথে রবিতে মিনিট কেনার নিয়ম সহ রবি’র বিভিন্ন আর্ষণীয় প্যাকেজ কেনার জন্য রবি মিনিট অফার কোড শেয়ার করব। আশাকরি পোস্টটি আপনার উপকারে আসবে।
রবি তাদের কাস্টমারদের জন্য বিভিন্ন সময় কম দামে মিনিট অফার করে থাকে যেটিকে আমরা রবি মিনিট অফার হিসেবে জানি। বাংলাদেশের ২য় বৃহত্তম টেলিকমিউনিকেশন কোম্পানি রবি অন্যান্য মোবাইল অপারেটরদের তুলনায় প্রায় সময় কম মূল্যে মিনিট অফার দেয়। প্রতিযোগিতামূলক বাজারে রবি তাদের শক্ত অবস্থান ধরে রাখার জন্য যত ধরনের মিনিট অফার দেওয়ার দরকার, তার প্রায় সব ধরনের মিনিট অফার দিয়েছে।
রবি বর্তমান মিনিট অফার এর মধ্যে বেশি কিছু আকর্ষণীয় রবি মিনিট অফার নতুন করে সংযুক্ত করেছে। রবিতে মিনিট কেনার নিয়ম সহ রবি মিনিট কেনার কোড জানা থাকলে আপনি খুব সহজে রবি সিমের মিনিট অফার গুলো ক্রয় করতে পারবেন। রবি সিমে মিনিট কিনে কি দিয়ে বা রবি মিনিট অফার চেক করার প্রসেস অধিকাংশ লোক লোক খুঁজে থাকেন। আমরা আজকের পোস্টে রবি বর্তমান মিনিট অফার নিয়ে বিস্তারিত আলোচনা করব।
রবি সিমের অন্যান্য অফার—
রবিতে মিনিট কেনার কোড
১০ মিনিট ১২ ঘন্টা ৮ টাকা ডায়াল করুন *0*1*1#
২১ মিনিট ১৬ ঘন্টা ১৪ টাকা ডায়াল করুন *0*2*1#
৪২ মিনিট ২৪ ঘন্টা ২৭ টাকা ডায়াল করুন *0*3*1#
৬৭ মিনিট ৪ দিন ৪৩ টাকা ডায়াল করুন *0*4*1#
১০০ মিনিট ৭ দিন ৭ টাকা ডায়াল *0*5*1#
১৬০ মিনিট ৭ দিন ৯৯ টাকা ডায়াল করুন *0*6*1#
৩৪০ মিনিট ৩০ দিন ২০৭ টাকা ডায়াল করুন *0*7*1#
৪০০ মিনিট ৩০ দিন ৪৯৭ টাকা ডায়াল *0*8*1#
রবি স্পেশাল মিনিট অফার ২০২১
রবি এর যত গুরুত্বপূর্ণ মিনিট অফার রয়েছে তার প্রায় সবগুলো মিনিট অফার আমরা এই পোস্টে ধারাবাহিকভাবে শেয়ার করে দিব। তবে রবি এর সকল অফার যাচাই বাছাই করার পর আমার কাছে নিচের দুটি অফার আমার কাছে সবচাইতে ভাল লেগেছে। আমি ব্যক্তিগতভাবে প্রায় সময় নিচের এই রবি অফার দুটি ব্যবহার করি।
রিচার্জ করুন
রিচার্জ করুন
রবি ৬৭ মিনিট অফার ৪৩ টাকা
যারা খুব একটা মোবাইলে কথা বলেন না, রবি তাদের জন্য ৬৭ মিনিটের এই ছোট্ট অফার কিছু দিন আগে নিয়ে এসেছে। আপনার রবি সিমে মাত্র ৪৩ টাকা রিচার্জ করে ৬৭ মিনিটের এই নতুন অফারটি একটিভ করতে পারবেন। একটিভ করার দিন থেকে ৬৭ মিনিটের মেয়াদ থাকবে ৪ দিন। আপনার মিনিট প্যাক যেকোন লোকাল নাম্বারে কথা বলতে পারবেন।
রবি ৯০ মিনিট অফার ৬১ টাকা
রবি এর এই মিনিট অফারটি মোটামুখি ছোট খাটো প্যাক বলা যায়। ৯০ মিনিটের এই অফার প্যাকটি মাত্র ৬১ টাকার বিনিময়ে কিনতে পারবেন। অফারটি একটিভ করার জন্য আপনার রবি সিমে ৬১ টাকা রিচার্জ করতে হবে। ৯০ মিনিটের মেয়াদ হবে ১০ দিন। ১৫% সম্পূরক শুল্ক (SD চার্জ), সম্পূরক শুল্ক সহ ট্যারিফের উপর ১৫% ভ্যাট ও মূল শুল্কের উপর ১% সারচার্জ প্রযোজ্য।
রবি ১৬০ মিনিট অফার ৯৯ টাকা
এটি মাঝারি ধরনের মিনিট প্যাক। তবে আমার কাছে বেশ পছন্দ হয়ে। কারণ মাত্র ৯৯ টাকায় আপনি ১৬০ মিনিট পেয়ে যাচ্ছেন। সেই সাথে ১৬০ মিনিট এর মেয়াদ থাকবে ৭০ দিন। এই অফারটি একটিভ করার জন্য রবি সিমে ৯৯ টাকা রিচার্জ করে নিতে হবে। মূল্যের সাথে সম্পূরক শুল্ক+ভ্যাট+সারচার্জ অন্তর্ভুক্ত। বান্ডেল মিনিট পালস্ ১০ সেকেন্ড থাকবে।
রবি ১৯০ মিনিট অফার ১১৮ টাকা
রবির এই মিনিট অফারটিও মোটামুটি মাঝারি ধাচের একটি মিনিট প্যাক। আপনার রবি সিমে মাত্র ১১৮ টাকা রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন ১৯০ মিনিট টকটাইম সুবিধা। আপনার ক্রয়কৃত ৯০ মিনিট এর মেয়াদ থাকবে ১০ দিন। তবে এই এই অফার শুধুমাত্র পোস্টপেইড গ্রাহকরা ক্রয় করতে পারবেন।
রবি ৩৩০ মিনিট অফার ২১৮ টাকা
যারা পুরো মাস জুড়ে কথা বলতে চান তারা এই অফারটি উপভোগ করতে পারেন। কারণ ৩৩৫ মিনিট এর মেয়াদ হবে পুরো ৩০ দিন। এই অফারটি মাত্র ৩৩৫ টাকার বিনিময়ে ক্রয় করতে পারবেন। ৩০ দিন মেয়াদি ৩৩৫ মিনিটের অফারটি ক্রয় করার জন্য আপনার রবি সিমে ২১৮ টাকা রিচার্জ করতে হবে। মূল্যের সাথে সম্পূরক শুল্ক+ভ্যাট+সারচার্জ অন্তর্ভুক্ত হবে।
রবি ৪৫০ মিনিট ১ জিবি ২৭৮ টাকা
মাত্র ২৭৮ টাকা রিচার্জে রবি দিচ্ছে ৪৫০ মিনিট + ১ জিবি ইন্টারনেটের আকর্ষণীয় এক অফার। মেয়াদ ৩০ দিন। অবশিষ্ট মিনিট ব্যালান্স চেক করতে ডায়াল করুন *২২২*২#, এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩#। বান্ডেল মিনিট পাল্স ১০ সেকেন্ড। বান্ডেল মূল্যে ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ অন্তর্ভুক্ত।
রবি ৫৬০ মিনিট ১ জিবি ৩৪৮ টাকা
যারা পুরো মাস জুড়ে কথা বলার পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করতে চান, তারা এই অফারটি ক্রয় করতে পারেন। কারণ মাত্র ৩৪৮ টাকা রিচার্জে রবি দিচ্ছে ৫৬০ মিনিট + ১ জিবি ইন্টারনেটের আকর্ষণীয় এক অফার। অবশিষ্ট মিনিট ব্যালান্স চেক করতে ডায়াল করুন *২২২*২#, এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩#। বান্ডেল মিনিট পাল্স ১০ সেকেন্ড। বান্ডেল মূল্যে ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ অন্তর্ভুক্ত।
রবি ৮০০ মিনিট অফার ৪৯৭ টাকা
রবি এর এই মিনিট অফারটি ক্রয় করলে, আপনাকে পুরো মাস জুড়ে আর কোন ধরনের প্যাকেজ ক্রয় করতে হবে না। রবি নিয়ে এলো ৪৯৭ টাকা রিচার্জে ৮০০ মিনিট টকটাইম-এর দারুণ এক অফার। এই অফারটি কেনার পর থেকে মেয়াদ হবে ৩০ দিন। সকল রবি প্রিপেইড & পোস্টপেইড গ্রাহকের জন্য অফারটি প্রযোজ্য। ৪৯৭ টাকা রিচার্জ করে আপনি যেকোনো নম্বরে কল করা জন্য ৮০০ মিনিট টকটাইম পাবেন। ক্যাম্পেইন চলাকালীন অফারটি একাধিকবার উপভোগ করা যাবে।
রবি ৭৫০ মিনিট ও ৩০ জিবি ৪৯৯ টাকা
রবি এর এই মিনিট অফারটি রবি সম্প্রতি চালু করেছে। আমার কাছে রবি ৭৫০ মিনিট অফার এর সহিত ৩০ জিবি অফারটি বেশ ভালো লেগেছে। কারণ আপনি রবি ৭৫০ মিনিট ও ৩০ জিবি এর অফারটি কিনলে পুরো মাস জুড়ে টকটাইম ও ইন্টারনেট নিয়ে কোন চিন্তা করতে হবে না। এই অফারটি ক্রয় করার জন্য আপনার রবি সিমে ৪৯৯ টাকা রিচার্জ করতে হবে। আপনার ক্রয়কৃত ৭৫০ মিনিট ও ৩০ জিবি ডাটা প্যাক এর মেয়াদ থাকবে ৩০ দিন।
রবি মিনিট অফার কম টাকায়
যারা সাধারণত খুব বেশি মোবাইলে কথা বলেন না, তারা স্বল্প মূল্যে ছোট ছোট মিনিট অফার খুঁজে থাকেন। এ ধরনের অফারগুলো সাধারণত ১ দিন থেকে ৩ দিন মেয়াদের হয়ে থাকে। ছোট অফারের দাম কম হওয়ার কারনে সব শ্রেণীর গ্রাহক এ ধরনের মিনিট প্যাক ক্রয় করতে পারে। রবি কিছু দিন পূর্বে কম টাকার মিনিট অফার চালু করেছে। আপনার রবি সিমে রিচার্জ করে ছোট মিনিট অফার উপভোগ করতে পারবেন।রবি মিনিট অফার ২০২১
নতুন বছর হিসেবে ২০২০ সালের শুরু দিকে রবি তাদের কাস্টমারদের জন্য বেশ কয়েকটি নতুন মিনিট অফার নিয়ে এসেছিল। সম্প্রতি আপডেট করে রবি আরো আকর্ষণীয় কয়েকটি রবি মিনিট অফার ২০২০ নিয়ে এসেছে। সবগুলো মিনিট অফারের মধ্যে সাপ্তাহিক মিনিট অফার ও মাসিক মিনিট অফার সহ আরো কয়েক ধরনের মিনিট অফার নিয়ে এসেছে। আশাকরি আপনার পছন্দমত রবি নতুন মিনিট অফার কিনে আপনার মোবাইলের খরছ কমিয়ে নিতে পারবেন।
ডায়াল *০*২#
ডায়াল *০*৪#
ডায়াল *০*৫#
ডায়াল *০*৬#
ডায়াল *০*৭#
রিচার্জ করতে হবে
রিচার্জ করতে হবে
রিচার্জ করতে হবে
রবি মিনিট ও ইন্টারনেট অফার ২০২১
যারা এক সাথে রবি মিনিট ইন্টারনেট ব্যবহার করতে চান তারা চাইলে রবি মিনিট ও ইন্টারনেট অফার এর সাথে এসএমএস কিনে নিশ্চিন্তে তাদের প্রয়োজনীয় রবি সিমের মিনিট প্যাক কিনে ব্যবহার করতে পারেন। এতেকরে এক সাথে সকল খরছ সাশ্রয়ি হবে।
ডায়াল *১২১*০৫৮#
ডায়াল *১২১*৯৯#
ডায়াল *১২১*২৫১#
ডায়াল *১২১*৫৯৯#
রিচার্জ করুন
ডায়াল *০*৪#
রবি পোস্টপেইড মিনিট অফার
ডায়াল *০*৪#
ডায়াল *০*৯#
ডায়াল *১২১*০৫৮#
ডায়াল *১২১*২৫১#
ডায়াল *১২১*৫৯৯#
ডায়াল *০*৪#
রবি মাসিক মিনিট অফার
আমার কাছে রবি এর মাসিক মিনিট অফার গুলো বেশ ভালো লাগে। কারণ মাসে একবার মিনিট কিনে নিলে পুরো মাস নিশ্চিন্তে ব্যবহার করা যায়। তাছাড়া মাসিক রবি মিনিট প্যাক কিনলে সহজে মোবাইল ব্যয় এর হিসাব রাখা সম্ভব হয়।
ডায়াল *০*৭#
রিচার্জ করুন
ডায়াল *১২১*২৫১#
ডায়াল *১২১*৫৯৯#
রিচার্জ করুন
ডায়াল *১২১*২৫১#
রবি রিচার্জ অফার ২০২১ (মিনিট)
রবি রিচার্জ অফার বা যেকোন সিমের রিচার্জ অফার কেনার ক্ষেত্রে কোন ধরনের বাড়তি ঝামেলা পোহাতে হয় না। শুধুমাত্র সিমে টাকা রিচার্জ করলে রিচার্জ অফার কেনা হয়ে যায়। রবি এর ক্ষেত্রে সেই রকম কিছু আকর্ষণীয় রিচার্জ মিনিট অফার রয়েছে।
রিচার্জ করুন
রিচার্জ করুন
রিচার্জ করুন
রিচার্জ করুন
রিচার্জ করুন
রিচার্জ করুন
রবি মিনিট চেক
রবি মিনিট অফার ও রবি কম্বো অফার যেটি কিনুন না কেন, অফার এর আওতাধীন যেকোন প্যাকেজ ক্রয় করার পর কি পরিমান মিনিট অবশিষ্ট রয়েছে সেটি জানার জন্য আপনার ব্যালেন্স অবশ্যই চেক করতে হবে। আপনার ক্রয়কৃত রবি মিনিট অফার এর ব্যালেন্স চেক করার জন্য নিচের কোড ডায়াল করুন।
- মিনিট চেক করতে ডায়াল করুন- *২২২*২*২# অথবা *২২২*৮# অথবা *২২২*২৫#
- অফ-নেট মিনিট চেক করতে ডায়াল করুন- *২২২*৯#
- ইন্টারনেট চেক করতে ডায়াল করুন- *৩#
- এসএমএস চেক করতে ডায়াল করুন- *২২২*১২#
শেষ কথা
আমাদের ব্লগের পোস্টটি আপনার কোন উপকারে আসলে অবশ্যই ফেসবুক, টুইটার ও হোয়াটসআপে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে রবি মিনিট অফার ২০২০ নিয়ে আপনার কোন প্রশ্ন থাকলে কিংবা মিনিট অফার কিনতে কোন ধরনের সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাকে হেল্প করার সর্বাত্মক চেষ্টা করব।
Post a Comment