FmD4FRX3FmXvDZXvGZT3FRFgNBP1w326w3z1NBMhNV5=
Your Ads Here
items

সেনাবাহিনী নিয়োগ ২০২১: সৈনিক পদে নিয়োগ

সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত প্রতি বছরে দুই বার প্রকাশ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২১ এর প্রক্রিয়া কিছু দিন আগে সম্পন্ন হয়েছে। যেহেতু সেনা সৈনিক পদে নিয়োগ এর আবেদনের সময়-সীমা গত বছরে শেষ হয়েছে সেহেতু সেনাবাহিনী নিয়োগ এর সুযোগ পাওয়ার জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথে আমরা এই পোস্টে আপডেট জানিয়ে দিবো। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২১ এর সর্বশেষ খবর সবার আগে পাওয়ার জন্য পোস্টটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। তাহলে সেনাবাহিনীর নতুন নিয়োগ সহজে জানতে পারবেন।
সেনাবাহিনী নিয়োগ ২০২১: সৈনিক পদে নিয়োগ



আমরা ইতোপূর্বে সেনাবাহিনী নিয়োগ ২০২১ নিয়ে একটি পোষ্ট শেয়ার করেছি। সেই পোস্টে সেনাবাহিনীর ক্যাডেট অফিসার পদে নিয়োগ এর সার্কুলার প্রকাশ করেছিলাম। তবে আজকের পোস্টে শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২১ এর বিস্তারিত তথ্য শেয়ার করব। বিশেষকরে সেনাবাহিনীতে নিয়োগ পাওয়ার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন হয় সেই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরব।

অন্যান্য চাকরির খবর জানুন—
আমাদের দেশে সেনাবাহিনীর সৈনিক পদের চাকরির চাহিদা খুব বেশি। কারণ এসএসসি পাশে অল্প বয়সে সেনাবাহিনীতে চাকরি করার সুযোগ পাওয়া যায়, যেটা অন্য কোন চাকরিতে পাওয়া সম্ভব হয় না। তাছাড়া সৈনিক পদে নিয়োগ পেয়ে অল্প বয়সে দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করা যায় বিধায় সবাই সেনাবাহিনীর চাকরি করতে পছন্দ করে।

সেনাবাহিনী নিয়োগ ২০২১

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার কিছু দিন আগে প্রকাশ হয়েছে। আপনি চাইলে এখন থেকে সেনাবিনীর সৈনিক পদের জন্য আবেদন করতে পারবেন। সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য এবং বিস্তারিত জানার জন্য পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২১

“সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোন সুযোগ নেই। প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকুরীর যে কোন পর্যায়ে চাকুরী হতে বহিষ্কার করা হবে”। এই স্লোগানে সেবানাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সুতরাং সকল ধরনের শারিরীক ও শিক্ষাগত যোগ্যতা থাকলে কোন ধরনের আর্থিক লেনদেন (ঘুষ) ছাড়া আপনি সেনাবাহিনীতে সৈনিক পদে ভর্তি হয়ে চাকরি করার সুযোগ পাবেন।



সাধারণত সেনাবাহিনী সৈনিক পদে পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হয়। এই দুই পদের সার্কুলার এক সাথে প্রকাশ করা হয়। উভয় পদে আবেদন করার জন্য কিছু শারিরীক যোগ্যতা থাকার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়। সেই সাথে প্রাথমিক কিছু বাছাই সম্পন্ন হওয়ার পর সেনা সৈনিক পদে চুড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয়।

সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ভর্তি হওয়ার জন্য আপনাকে আর অপেক্ষা করতে হবে। নিচের বিজ্ঞপ্তি থেকে সেনাবাহিনী নিয়োগ এর সকল তথ্য জানতে পারনে।
সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২১
সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২১

সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি PDF Download

সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি এর পরিষ্কার কপি পড়ার জন্য নিচের লিংক হতে বিজ্ঞপ্তি এর PDF ফাইল ডাউনলোড করতে পারেন। নিয়োগ বিজ্ঞপ্তি এর PDF কপিটি হাই রেজুলেশনে তৈরি করা হয়েছে বিধায় সবকিছু পরিষ্কারভাবে পড়তে পারবেন।

ডাউনলোড সেনা নিয়োগ বিজ্ঞপ্তি

০১। সৈনিক পদের যোগ্যতা

ক। সাধারণ ট্রেড (জিডি), বিএনসিসি (BNCC) এবং সেনা সন্তান (SS) - পুরুষ ও মহিলাঃ
  1. বয়সঃ নিয়োগের তারিখে ১৭ বছরের কম এবং ২০ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহনযোগ্য নয়)।
  2. শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ। বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ মহিলা প্রার্থীদের অগ্রগণ্যতা দেওয়া হবে।
খ। টেকনিক্যাল ট্রেডঃ
  1. বয়সঃ নিয়োগের তারিখে ১৭ বছরের কম এবং ২১ বছরের বেশি হবে না। কেবলমাত্র ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে বয়স ১৮ বছরের কম এবং ২১ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহনযোগ্য নয়)।
  2. শিক্ষাগত/কারিগরি যোগ্যতাঃ
    1. এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।
    2. এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় নূন্যতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল ১ অনুযায়ি নূন্যতম ৬ মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য। বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
  3. ট্রাষ্ট ট্রেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (TTTI) হতে ট্রেড কোর্স সম্পন্নকৃত পুরুষ ও মহিলা প্রার্থীগণ এবং টেকনিক্যাল ট্রেড (TT) এর ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে।
গ। শারিরীক মানঃ
বিবরণ পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী
উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি (বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্টি ও সম্প্রদায় ব্যতীত)। ক্ষদ্র নৃ-গোষ্টি ও সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। ৫ ফুট ৩ ইঞ্চি (বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্টি ও সম্প্রদায় ব্যতীত)। ক্ষদ্র নৃ-গোষ্টি ও সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি।
ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড) ৪৭ কেজি (১০৪ পাউন্ড)
বুক স্বাভাবিক-৩০ ইঞ্চি, প্রসারণ-৩২ ইঞ্চি স্বাভাবিক-২৮ ইঞ্চি, প্রসারণ-৩০ ইঞ্চি
ঘ। স্বাস্থ্য পরীক্ষাঃ স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য।
ঙ। সাঁতারঃ সাঁতার জানা আবশ্যক।
চ। বিবাবিহক অবস্থাঃ অবিবাহিত (বিপত্নিক/বিবাহ বিচ্ছেদকারী নয়)।

০২। ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র (সঙ্গে আনতে হবে)

  • শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/মার্কশীট, ফটোকপি হতে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র প্রদর্শণ করতে হবে।
  • সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবশেপত্র।
  • টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের স্বপক্ষে সনদ পত্রের মূল কপি (ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স এর কপিসহ)।
  • অভিবাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে।
  • সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি।
  • নিজ জন্ম নিবন্ধন সনদপত্র (NID যদি থাকে) এবং পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের (৫ সেঃ মিঃ X ৪ সেঃ মিঃ) ০৬ কপি এবং ষ্ট্যাম্প সাইজের (২.৫ সেঃ মিঃ X ২ সেঃ মিঃ) ০২ কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল/আকাশি রংয়ের, পরিধেয় পোশাক হালকা রং এর হতে হবে।
  • সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক (সাঁতারের নির্ধারিত দিনে)।
  • লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিমি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি।
  • উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমান স্বরূপ তাদের রাজা/উপজাতি প্রধান/সিটি কর্পোরেশন/ইউপি চেয়ারম্যান এর সনদপত্র।

০৩। নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা), স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচণ করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।

৪। প্রশিক্ষণ গ্রহন

সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ি ০১ (এক) বছর মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহন করতে হবে।

৫। সৈনিক পদে আবেদন

একজন প্রার্থী যোগ্যতা অনুযায়ি সাধারণ (জিডি), বিএনসিসি, টেকনিক্যাল ট্রেড, সেনা সন্তান এবং টিটিটিআই সহ সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতি আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা কর্তন করা হবে।

৬। নিম্নবর্ণিত ব্যক্তিগণ সৈনিক পদের যোগ্য নয়

  1. সরকারী চাকরি হতে বরখাস্তকৃত।
  2. ফৌজদারি মামলায় দন্ডপ্রাপ্ত।
  3. সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত/বরখাস্তকৃত।

সৈনিক পদে আবেদন করার নিয়ম

বাংলাদেশ সেনাবাহিন সৈনিক পদে আবেদন করার জন্য টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করতে হবে। রেজিষ্ট্রেশনের পর টেলিটক হতে প্রাপ্ত User ID ও Password দিয়ে এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে Login করে প্রবেশ পত্র Download করতে হবে। পরীক্ষার সময় ও তারিখ নির্ধারিত সময়ের ৭২ ঘন্টা পূর্বে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এ ছাড়াও প্রার্থী নিজেই টেলিটক মোবাইল হতে ৬৫৯৬ নম্বরে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ জেনে নিতে পারবেন।

প্রথম এসএমএস করার নিয়ম

প্রত্যেক ধাপের এসএমএস করার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের জন্য SAINIK এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে FSAINIK লিখে এসএমএস করতে হবে। আবেদন করার সময় মহিলারা ভূলক্রমে শুধুমাত্র SAINIK লিখতে আবেদন বাতিল হিসেবে গন্য হবে।

০১। সাধারণ (জিডি) প্রার্থীদের ক্ষেত্রে এসএমএস করার নিয়ম
প্রথম এসএমএসঃ SAINIK<SPACE)1ST THREE LETTERS OF SSC BOARD<SPACE>ROOL <SPACE>PASSING YEAR<SPACE>DISTRICT CODE
উদাহরণঃ SAINIK DHA 230698 2018 34 (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি। এ ছাড়াও স্ব স্ব জেলার সামনে বর্ণিত কোড অনুযায়ি)।

০২। বিএনসিসি (BNCC) প্রার্থীদের ক্ষেত্রে এসএমএস করার নিয়ম
প্রথম এসএমএসঃ SAINIK<SPACE)1ST THREE LETTERS OF SSC BOARD<SPACE>ROOL <SPACE>PASSING YEAR<SPACE>DISTRICT CODE<SPACE>BNCC
উদাহরণঃ SAINIK DHA 230698 2018 34 BNCC (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি। এ ছাড়াও স্ব স্ব জেলার সামনে বর্ণিত কোড অনুযায়ি)।

০৩। সেনাসন্তান (SS) প্রার্থীদের ক্ষেত্রে এসএমএস করার নিয়ম
প্রথম এসএমএসঃ SAINIK<SPACE)1ST THREE LETTERS OF SSC BOARD<SPACE>ROOL <SPACE>PASSING YEAR<SPACE>DISTRICT CODE<SPACE>SS
উদাহরণঃ SAINIK DHA 230698 2018 34 SS (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি। এ ছাড়াও স্ব স্ব জেলার সামনে বর্ণিত কোড অনুযায়ি)।

০৪। টিটিটিআই (TTTI) প্রার্থীদের ক্ষেত্রে এসএমএস করার নিয়ম
প্রথম এসএমএসঃ SAINIK<SPACE)1ST THREE LETTERS OF SSC BOARD<SPACE>ROOL <SPACE>PASSING YEAR<SPACE>DISTRICT CODE<SPACE>TTTI
উদাহরণঃ SAINIK DHA 230698 2018 34 TTTI (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি। এ ছাড়াও স্ব স্ব জেলার সামনে বর্ণিত কোড অনুযায়ি)।

০৫। টেকনিক্যাল ট্রেড (TT) প্রার্থীদের ক্ষেত্রে এসএমএস করার নিয়ম
প্রথম এসএমএসঃ SAINIK<SPACE)1ST THREE LETTERS OF SSC BOARD<SPACE>ROOL <SPACE>PASSING YEAR<SPACE>DISTRICT CODE<SPACE>TT<SPACE>CENTER CODE <SPACE>TRADE CODE
উদাহরণঃ SAINIK DHA 230698 2018 34 TT 111 DVR (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি। এ ছাড়াও স্ব স্ব জেলার সামনে বর্ণিত কোড অনুযায়ি)।

দ্বিতীয় এসএমএস করার নিয়ম

০৬। প্রথম এসএমএস এর পর যোগ্য প্রার্থীগণকে একটি পেন নম্বর সম্বলিত এসএমএস প্রেরণ করা হবে। পরবর্তীতে প্রার্থীিগণ পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় দ্বিতীয় এসএমএস করতে হবে। উল্লেখ্য যে, ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্স ২০০/- টাকার অধিক থাকা আবশ্যক।

দ্বিতীয় এসএমএসঃ SAINIK<SPACE>YES<SPACE>PIN NUMBER<SPACE>CONTACT MOBILE NUMBER AND SEND TO 16222

উদাহরণঃ SAINIK YES 894098 01710342XXX and send to 16222

প্রবেশপত্র সংগ্রহ করার নিয়ম

০৭। দ্বিতীয় এসএমএস প্রেরনের পর প্রার্থীকে একটি User ID ও Password দেওয়া হবে। উক্ত User ID ও Password এর মাধ্যমে প্রার্থীকে আবেদনের সাথে সাথে এই লিংকে ক্লিক করে লগইন করে আবেদন ফরম পূরণ করতঃ নিজস্ব প্রবেশপত্র প্রিন্ট করে নিতে পারবে। উল্লেখ্য যে, আবেদনের ৭২ ঘন্টার মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রবেশপত্র প্রিন্ট নেওয়া যাবে না।

০৮। প্রার্থীর ৩০০ X ৩০০ (দৈর্ঘ্য ও প্রস্থ) Pixel এর রঙ্গীন ছবি আপলোড করতে হবে। পাইল সাইজ সর্বোচ্চ ১০০ কেবি (KB) এর মধ্যে হতে হবে।

০৯। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। তাই প্রবেশপত্রসহ পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। তবে প্রতারখ চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না।

১০। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টার পূর্বের টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে।

হেল্প লাইন

১১। প্রার্থীর User ID ও Password হারিয়ে/ভূলে গেলে পুনরায় পাওয়ার জন্য এবং ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ নিজ উদ্যোগে জানার জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে শুধুমাত্র টেলিটক মোবাইল হতে 6596 নম্বরে প্রেরণ করতে হবে। তবে পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে প্রার্থীকে তার পরীক্ষার স্থান ও তারিখ টেলিটক এর 01552-146060/01550-155555 নম্বর থেকে স্বয়ংক্রিয়ভাবে ৩/৪ টি এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

উদাহরণঃ SAINIK HELP DHA 236098 2017 34 অথবা SAINIK HELP PIN 894098 

১২। জরুরী প্রয়োজনে কল করুন ১২১ এ শুধুমাত্র টেলিটক নম্বর থেকে। যে কোন অপারেটর থেকে সরাসরি কল করুন 01500-121121 নম্বরে।

সাহায্য জিজ্ঞাসা

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ নিয়ে কিংবা সেনা সৈনিক পদে নিয়োগ আপনাদের কোন প্রশ্ন থাকলে আপনি সরাসরি আমাদের ব্লগের কমেন্ট শেকশনে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন। আমরা যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সাথে সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ পাওয়ার জন্য পোষ্টটি শেয়ার করে রাখতে ভূলবেন না।

0/Post a Comment/Comments

Partner

Your Ads Here
73745675015091643
Your Ads Here
Your Ads Here