Airtel বন্ধ সিম অফার 2021: চলে আসলাম এয়ারটেল বন্ধ সিম অফার নিয়ে!! এয়ারটেলের বন্ধ সিম চালু করলেই পাবেন দেশ সেরা আকর্ষণীয় রিচার্জ অফার এবং দারুন সব ইন্টারনেট অফার। মাত্র ৪৩, ৪৪ ও ১০৯ টাকা রিচার্জ করে উপভোগ করুন যথাক্রমে ৪ জিবি ইন্টারনেট + ৪০ মিনিট, ৫.৫ জিবি ইন্টারনেট ও ৫ জিবি ইন্টারনেট + ১০০ মিনিট টকটাইম।
আপনার কাছে এয়ারটেল বন্ধ সিম থাকলে আকর্ষণীয় মূল্যে ইন্টারনেট ও মিনিট অফার ভোগ করতে পারবেন। এয়ারটেল বন্ধ সিমের জন্য সম্প্রতি ৩ টি অসাধারণ অফার নিয়ে এসেছে। আশাকরি Airtel Bondho Sim Offers 2021 আপনার উপকারে আসবে।
- আরো অফার দেখুন - এয়ারটেল মিনিট অফার ২০২১
- আরো অফার দেখুন - এয়ারটেল ইন্টারনেট অফার ২০২১
এয়ারটেল বন্ধ সিম অফার চেক করার উপায় কি?
এয়ারটেল বন্ধ সিম অফার উপভোগ করার জন্য প্রথমে আপনার বন্ধ থাকা এয়ারটেল সিমটি অফার এর আওতাভুক্ত কি না, তা জেনে নিতে হবে। কেবলমাত্র আপনার বন্ধ এয়ারটেল সিমটি এয়ারটেল বন্ধ সিম অফার ২০২১ এর জন্য উপযুক্ত হলে বন্ধ সিম অফার উপভোগ করতে পারবে। নিচের তিনটি উপায়ে আপনার এয়ারটেল বন্ধ সিম অফার চেক করে নিতে পারবেন।
- এয়ারটেল অফিসিয়াল ওয়েবসাইট।
- এয়ারটেল এপস থেকে।
- সরাসরি *999# ডায়াল করে।
Airtel বন্ধ সিম অফার ২০২১
বর্তমানে এয়ারটেল বন্ধ সিমের জন্য ৩ টি আকর্ষণীয় অফার সুবিধা দিচ্ছে। আপনার বন্ধ এয়ারটেল সিমে মাত্র ৪৩, ৪৪ ও ১০৯ টাকা রিচার্জ করে ৪ জিবি ইন্টারনেট + ৪০ মিনিট, ৫.৫ জিবি ইন্টারনেট ও ৫ জিবি ইন্টারনেট + ১০০ মিনিট টকটাইম সুবিধা ভোগ করতে পারবেন।
৪ জিবি ইন্টারনেট ৪০ মিনিট ৪৩ টাকা
এয়ারটেল বন্ধ সিমের জন্য এটি অসাধারণ একটি অফার। আপনার বন্ধ সিম চালু করে মাত্র ৪৩ টাকা রিচার্জ করে ৪ জিবি ইন্টারনেট এর সাথে ৪০ মিনিট উপভোগ করতে পারবেন। অফার একটিভ করার পর থেকে ৪ জিবি ইন্টারনেট ও ৪০ মিনিট টকটাইম এর মেয়াদ থাকবে ৫ দিন। এই অফারটি আপনি যতবার খুশি তত বার কিনতে পারবেন।৫.৫ জিবি ইন্টারনেট ৪৪ টাকা
আমার মনেহয় এটি হচ্ছে বর্তমান সময়ে সবচাইতে কম দামে বেশি ডাটা প্যাক এর ইন্টারনেট অফার। এয়ারটেল বন্ধ সিম চালু করে মাত্র ৪৪ টাকা রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন ৫.৫ জিবি ইন্টারনেট। এই অফারটির ডাটা প্যাক এর মেয়াদ থাকবে ৫ দিন। ক্যাম্পেইন চলাকালে আপনি এই অফারটি একবার কিনতে পারবেন।৫ জিবি ইন্টারনেট ১০০ মিনিট ১০৯ টাকা
যারা ইন্টারনেট এর পাশাপাশি মিনিট ব্যবহার করতে চান, তারা এই অফারটি ক্রয় করতে পারেন। কারণ এয়ারটেল বন্ধ সিম আপনাকে মাত্র ১০৯ টাকার বিনিময়ে ৫ জিবি ইন্টারনেট এর পাশাপাশি ১০০ মিনিট টকটাইম সুবিধা দিচ্ছে। এই অফারটির সবচাইতে বড় সুবিধা হচ্ছে, এর মেয়াদ থাকবে ৩০ দিন এবং অফারটি যতবার খুশি ততবার কিনতে পারবেন।এয়ারটেল বন্ধ সিম ইন্টারনেট অফার
এয়ারটেল বন্ধ সিম আপনাকে দিচ্ছে ৫.৫ জিবি ইন্টারনেট মাত্র ৪৪ টাকায়। এয়ারটেল বন্ধ সিমের ৫.৫ জিবি ইন্টারনেট অফারটি কেনার পর ডাটা প্যাক এর মেয়াদ থাকবে ৫ দিন। এই অফার এর এই ইন্টারনেট দিন রাত ২৪ ঘন্টা যেকোন সময়ে ব্যবহার করতে পারবেন।
প্যাকেজ | দাম | কোড | মেয়াদ |
---|---|---|---|
৫.৫ জিবি | ৪৪ টাকা | রিচার্জ | ৫ দিন |
- ৫.৫ জিবি যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন।
- ডাটা এর মেয়াদ ৫ দিন।
- ডাটা ব্যালেন্স চেক করতে ডায়াল *৩#
- এই অফারটি একবার উপভোগ করতে পারবেন।
এয়ারটেল বন্ধ সিম মিনিট + ইন্টারনেট অফার
এয়ারটেল বন্ধ সিম চালু করলে মাত্র ৪৩ ও ১০৯ টাকা রিচার্জ করে উপভোগ করুন যথাক্রমে ৪ জিবি ইন্টারনেট + ৪০ মিনিট এবং ৫ জিবি ইন্টারনেট + ১০০ মিনিট টকটাইম। ক্যাম্পেইন চলাকালে এই অফারটি আপনি যতবার ইচ্ছা ততবার কিনতে পারবেন।
ডাটা | মিনিট | দাম | মেয়াদ |
---|---|---|---|
৪ জিবি | ৪০ মিনিট | ৪৩ টাকা | ০৫ দিন |
৫ জিবি | ১০০ মিনিট | ১০৯ টাকা | ৩০ দিন |
- ৪ জিবি ও ৫ জিবি ইন্টারনেট যেকোন প্রয়োজনে ব্যবহার করা যাবে।
- মিনিট যেকোনো লোকাল নম্বরে ব্যবহার করা যাবে।
- ডাটা ব্যালেন্স চেক করতে ডায়াল *৩# এবং মিনিট চেক করতে ডায়াল *৭৭৮*২৯#
- এই অফারটি যতবার খুশি ততবার কিনা যাবে।
এয়ারটেল বন্ধ সিম অফার এর শর্তাবলী
- ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩#
- মিনিট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৭৭৮*২৯#
- ইন্টারনেট ও মিনিট উপভোগ করা যাবে ২৪ ঘণ্টা।
- ইন্টারনেট 4G, 3G এবং 2G নেটওয়ার্কে ব্যবহার করা যাবে।
- অফারটির জন্য যোগ্য গ্রাহককে SMS এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এছাড়া আপনার এয়ারটেল নম্বর থেকে *৯৯৯# নম্বরে ডায়াল করেও বিস্তারিত জেনে নিতে পারবেন।
- অব্যবহৃত ইন্টারনেট ক্যারি-ফরওয়ার্ড হবে না।
সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন-১ঃ অফারটি সাবস্ক্রাইব করবো কীভাবে?
উত্তরঃ ৪৩, ৪৪, ১০৯ টাকা রিচার্জ করে অফারটি উপভোগ করতে পারবেন।
প্রশ্ন-২ঃ কোন ধরণের গ্রাহক অফারটির জন্য যোগ্য বলে বিবেচিত হবে?
উত্তরঃ এয়ারটেলের নির্ধারিত বন্ধ প্রিপেইড সিম ব্যবহারকারীরা অফারটির জন্য যোগ্য হবে।
প্রশ্ন-৩ঃ অফারটি কখন নিতে পারবো?
উত্তরঃ SMS পাওয়ার পর ক্যাম্পেইন চলাকালীন যে কোনো দিন অফারটি নিতে পারবেন।
প্রশ্ন-৪ঃ অফারটি পেয়েছি কিনা সেটা কীভাবে বুঝবো?
উত্তরঃ সফল রিচার্জের পরে একটি কনফার্মেশন SMS পাবেন।
প্রশ্ন-৫ঃ অফারটিতে কি ইন্টারনেট ক্যারি ফরোয়ার্ডের কোন সুবিধা থাকবে?
উত্তরঃ প্যাকটিতে কোন ইন্টারনেট ক্যারি ফরোয়ার্ডের সুবিধা থাকছে না।
শেষ কথা
এয়ারটেল বন্ধ সিমের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের পোস্টটি নিয়মিত ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের পোস্টটি আপনার উপকারে আসলে অবশ্যই ফেসবুক, টুইটার ও হোয়াটসআপে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
Post a Comment