FmD4FRX3FmXvDZXvGZT3FRFgNBP1w326w3z1NBMhNV5=
Your Ads Here
items

শাওমি ফোনের দাম ২০২১: নতুন মডেলের ৫ টি মোবাইল!

আপনি হয়ত শাওমি ফোন কেনার কথা ভাবছেন কিন্তু নতুন মডেলের শাওমি ফোনের দাম কত বা রেডমি ফোনের দাম কত সে বিষয়ে বিস্তারিত জানতে পারছেন না। আমরা আজকের পোস্টে নতুন মডেলের সেরা ১০ শাওমি রেডমি ফোনের দাম ও মোবাইলের ফিচার্স সম্পর্কে আপনাদের সাথে তুলে ধরব। এই পোস্টটি পড়লে আপনার বাজেট অনুসারে পছন্দের সবচাইতে সেরা ফোনটি কিনে নিতে পারবেন।
শাওমি ফোনের দাম ২০২১: নতুন মডেলের ৫ টি মোবাইল!




বর্তমান মোবাইল মার্কেটে শাওমি যত কম দামে ভালোমানের মোবাইল বিক্রি করছে, অন্যকোন কোম্পানি অল্প দামে ভালো কোয়ালিটির ফোন সেল করছে না। বিশেষকরে কম দামে স্টাইলিশ ফোন প্রোভাইড করার কারনে শাওমি খুব অল্প সময়ে মোবাইল ব্যবহারকারীদের মন জয় করে নেওয়ার পাশাপাশি স্মার্টফোন মার্কেটের বড় একটি অংশ দখল করে নিয়েছে।

শাওমি ফোন কেমন?

কম দামি স্মার্টফোনের ক্ষেত্রে শাওমি এর পারফর্মেন্স অন্য সকল ফোনের চাইতে অসাধারণ। ফোন কখনো হ্যাং করে না বললেই চলে। শাওমি এর অধিকাংশ ফোনে স্ন্যাপড্রাগন এর চিপসেট ব্যবহার করা হয় বিধায় ফোন খুব স্মুথলি ব্যবহার করা সম্ভব হয়। শাওমি ফোনের ব্যাটারি থেকেও বেশ লম্বা সময়ের ব্যাকআপ পাওয়া যায়। ক্যামেরার ক্ষেত্রে অন্যান্য মিড রেঞ্জের মোবাইলের চাইতে ভালো কোয়ালিটির ছবি ক্যাপচার হয়। আমার মতে কম দামি স্মার্টফোন বা মিড রেঞ্জের স্মার্টফোনের ক্ষেত্রে সিম্ফনি এবং ওয়ালটন মোবাইল না কিনে শাওমি ফোন কিনলে অনেক ভালো পারফর্মেন্স পাবেন।




এগুলো আপনার কাজে লাগতে পারে

নতুন মডেলের শাওমি ফোনের দাম ২০২১

গত বছরের ন্যায় শাওমি ২০২১ সালে একের পর এক স্মার্টফোন লঞ্চ করছে। বাজেট মিডরেঞ্জ থেকে প্রিমিয়াম সব ক্ষেত্রে শাওমির স্মার্টফোন গ্রাহকের মন জয় করে নিচ্ছে। আমরা এখন ১০ টি শাওমি ফোনের দাম ও ফিচার্স নিয়ে আলোচনা করব। প্রথমে কম দামি ফোন থেকে শুরু করে ধারাবাহিকভাবে হাই লেভেলের শাওমি ফোনের দাম সহ বিস্তারিত তথ্য তুলে ধরব।

১। শাওমি রিডমি গো - Xiaomi Redmi Go

শাওমি রিডমি গো - Xiaomi Redmi Go
এই স্মার্টফোনটি এক নম্বরে রাখার কারণ হচ্ছে যে, বাজারে কম দামে যত ধরনের স্মার্টফোন আছে, তাদের মধ্যে শাওমি রিডমি গো ফোনটিতে সবচাইতে বেশি ফিচার্স ও সুবিধা রয়েছে। এমনিতে শাওমি সবসময় কম দামে ভালোমানের স্মার্টফোন প্রোভাইড করে থাকে, কিন্তু সবগুলো ফোনের মধ্যে এই ফোনটিতে অল্প বাজেটে বেশি সুবিধা দেওয়া হয়েছে। এখন আমরা এই ফোনটির সকল ফিচার্স ও বর্তমান বাজার মূল্য জেনে নিব।

শাওমি রিডমি গো এর ফিচার্স

ডিসপ্লে টাইপ আইপিএস এলসিডি টাচস্ক্রিন
সাইজ ৫ ইঞ্চি
রেজুলেশন ফুল এইচডি (720 x 1280)

বডি ডিমেনশন ৫.৫৩ x ২.৭৬ x ০.৩৩ ইঞ্চি
ওজন ১৩৭ গ্রাম
বডি টাইপ সামনে গ্লাস এবং পিছনে প্লাসটিক
সিম কার্ড ডুয়াল সিম (ন্যানো সিম কার্ড)

ক্যামেরা সামনের ক্যামেরা ৫ ম্যাগা পিক্সেল
পিছনের ক্যামেরা ৮ ম্যাগা পিক্সেল (ফ্লাশ)
ভিডিও ক্যামেরা ফুল এইচডি (720 x 1280)

ম্যামোরি র‌্যাম ১ জিবি
রোম ৮ জিবি ও ১৬ জিবি
অতিরিক্ত কার্ড মাইক্রো এসডি কার্ড স্লট

প্রসেসর চিপেস্ট কোয়ালকম স্নাপড্রাগন ৪২৫
সিপিইউ কোয়াড কোর
জিপিইউ এডরিনো ৩০৮

অন্যান্য ফিচার্স নেটওয়ার্ক ২জি/৩জি/৪জি
ব্যাটারি ৩০০০ এমএইচ (ফিক্সড)
কালার কালো ও নীল
সফটওয়্যার এন্ড্রয়েড ৮.১ (অরিও)

দাম কত বাংলাদেশ ৭৪৯৯ টাকা (অফিসিয়াল)
ভারত ৬৭০০ রুপি (আন-অফিসিয়াল)

২। শাওমি রিডমি এইট - Xiaomi Redmi 8

শাওমি রিডমি এইট - Xiaomi Redmi 8
শাওমি রিডমি ৮ এ রয়েছে আইফোন ১০ এর মতই বিশাল আকৃতির নচ। শাওমি ৮ স্মার্টফোনে স্যামসাং এর তৈরী ওলেড ফুল এইচডি স্ক্রিন এর সন্বয়ে তৈরি করা হয়েছে। শাওমি ৮ ফোনটির ফ্রেম এলুমিনিয়ামের হলেও এর ব্যাক প্যানেলটি কার্ভড গ্লাস দিয়ে তৈরী। আর ডিভাইসটির প্রসেসর হিসেবে আছে কোয়ালকমের এ বছরের ফ্ল্যাগশিপ চিপ স্ন্যাপড্রাগন ৮৪৫। এই ফোন দিয়ে পাবজি গ্যাম মিডিয়াম গ্রাফিক্সে অনায়াসে খেলতে পারবেন।

শাওমি রিডমি এইট এর ফিচার্স

ডিসপ্লে টাইপ আইপিএস এলসিডি টাচস্ক্রিন
সাইজ ৬.২২ ইঞ্চি
রেজুলেশন ফুল এইচডি (720 x 1520)

বডি ডিমেনশন ৬.১৬ x ২.৯৭ x ০.৩৭ ইঞ্চি
ওজন ১৮৮ গ্রাম
বডি টাইপ সামনে গরিলা-৫ গ্লাস এবং পিছনে প্লাসটিক
সিম কার্ড ডুয়াল সিম (ন্যানো সিম কার্ড)

ক্যামেরা সামনের ক্যামেরা ৮ ম্যাগা পিক্সেল
পিছনের ক্যামেরা ১২ ম্যাগা পিক্সেল (ফ্লাশ)
ভিডিও ক্যামেরা ফুল এইচডি (720 x 1520)

ম্যামোরি র‌্যাম ৩ জিবি
রোম ৩২ জিবি ও ৬৪ জিবি
অতিরিক্ত কার্ড মাইক্রো এসডি কার্ড স্লট

প্রসেসর চিপেস্ট কোয়ালকম স্নাপড্রাগন ৪৩৯
সিপিইউ অক্টাকোর
জিপিইউ এডরিনো ৫০৫

অন্যান্য ফিচার্স নেটওয়ার্ক ২জি/৩জি/৪জি
ব্যাটারি ৫০০০ এমএইচ (ফিক্সড)
কালার কালো, নীল ও লাল
সফটওয়্যার এন্ড্রয়েড ৯ (পাই)

দাম কত বাংলাদেশ ১৩৯৯৯ টাকা (অফিসিয়াল)
ভারত ৯৪৯৯ রুপি (আন-অফিসিয়াল)

৩। শাওমি রিডমি নোট 7S - Xiaomi Redmi Note 7S

শাওমি রিডমি নোট 7S - Xiaomi Redmi Note 7S
রেডমি নোট 7S এর বডি এমনভাবে তৈরি করা হয়েছে, যার ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেল ২.৫ ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এই ফোনে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপর দিকে “ইউ” শেপের ওয়াটারড্রপ নচ আছে। এতে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারের 48 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং সেন্সর আছে। গেমিং এর ক্ষেত্রে এই ফোন বেশ ভালো পারফর্মেন্স দেবে।

শাওমি রিডমি নোট 7S এর ফিচার্স

ডিসপ্লে টাইপ আইপিএস এলসিডি টাচস্ক্রিন
সাইজ ৬.৩ ইঞ্চি
রেজুলেশন ফুল এইচডি (1080 x 2340)

বডি ডিমেনশন ৬.২৭ x ২.৯৬ x ০.৩২ ইঞ্চি
ওজন ১৮৬ গ্রাম
বডি টাইপ সামনে ও পিছনে করনিয়া গরিলা গ্লাস-৫
সিম কার্ড ডুয়াল সিম (ন্যানো সিম কার্ড)

ক্যামেরা সামনের ক্যামেরা ১৩ ম্যাগা পিক্সেল
পিছনের ক্যামেরা ৪৮ ম্যাগা পিক্সেল (ফ্লাশ)
ভিডিও ক্যামেরা ফুল এইচডি (1080 x 2340)

ম্যামোরি র‌্যাম ৩ জিবি ও ৪ জিবি
রোম ৩২ জিবি ও ৬৪ জিবি
অতিরিক্ত কার্ড মাইক্রো এসডি কার্ড স্লট

প্রসেসর চিপেস্ট কোয়ালকম স্নাপড্রাগন ৬৬০
সিপিইউ অক্টাকোর
জিপিইউ এডরিনো ৫১২

অন্যান্য ফিচার্স নেটওয়ার্ক ২জি/৩জি/৪জি
ব্যাটারি ৪০০০ এমএইচ (ফিক্সড), ফাস্ট চার্জিং
কালার সাদা, কালো, নীল ও লাল
সফটওয়্যার এন্ড্রয়েড ৯ (পাই)

দাম কত বাংলাদেশ ১৭৯৯৯ টাকা (অফিসিয়াল)
ভারত ৮৯৯৯ রুপি (অফিসিয়াল)

৪। শাওমি রিডমি ৯ নোট প্রো - Xiaomi Redmi 9 Note Pro

শাওমি রিডমি ৯ নোট প্রো - Xiaomi Redmi 9 Note Pro
অন্যান্য ফোনের তুলনায় এই স্মার্টফোনটির সাইজ কিছুটা বড়। 8.8 মিমি চওড়া এই ফোনের ওজন ২০৯ গ্রাম। কোম্পানির দাবি এই ফোন ডিজাইনের সময় ফোনের ওজন সব দিকে সমানভাবে ছড়িয়ে দিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। ফোনের সামনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। হোল পাঞ্চের চারপাশে ফোনের ব্যাক-লাইটের অসামঞ্জস্য চোখে পড়বে।

শাওমি রিডমি ৯ নোট প্রো এর ফিচার্স

ডিসপ্লে টাইপ আইপিএস এলসিডি টাচস্ক্রিন
সাইজ ৬.৬৭ ইঞ্চি
রেজুলেশন ফুল এইচডি (1080 x 2400)

বডি ডিমেনশন ৬.৫৩ x ৩.০২ x ০.৩৫ ইঞ্চি
ওজন ২০৯ গ্রাম
বডি টাইপ সামনে ও পিছনে করনিয়া গরিলা গ্লাস-৫
সিম কার্ড ডুয়াল সিম (ন্যানো সিম কার্ড)

ক্যামেরা সামনের ক্যামেরা ১৬ ম্যাগা পিক্সেল
পিছনের ক্যামেরা ৬৪ ম্যাগা পিক্সেল (ফ্লাশ)
ভিডিও ক্যামেরা ফুল এইচডি (1080 x 2400)

ম্যামোরি র‌্যাম ৬ জিবি
রোম ৬৪ জিবি ও ১২৮ জিবি
অতিরিক্ত কার্ড মাইক্রো এসডি কার্ড স্লট

প্রসেসর চিপেস্ট কোয়ালকম স্নাপড্রাগন ৭২০জি
সিপিইউ অক্টাকোর
জিপিইউ এডরিনো ৬১৮

অন্যান্য ফিচার্স নেটওয়ার্ক ২জি/৩জি/৪জি
ব্যাটারি ৫০২০ এমএইচ (ফিক্সড), ফাস্ট চার্জিং
কালার সাদা, সবুজ ও গ্রে
সফটওয়্যার এন্ড্রয়েড ১০

দাম কত বাংলাদেশ ২০৯৯৯ টাকা (অফিসিয়াল)
ভারত ১৩৯৯৯ রুপি (আন-অফিসিয়াল)

৫। শাওমি এমআই ১০ - Xiaomi Mi 10

শাওমি এমআই ১০ - Xiaomi Mi 10
শাওমি এমআই ১০ রয়েছে ৬.৬৭ ইঞ্চি সুপার অ্যামোলেড কার্ভড এজ ডিসপ্লে, সঙ্গে ফুল এইচডি প্লাস রেজোলিওশন। ফোনের সামনে ও পিছনে গোরিলা গ্লাস ৫-এর সঙ্গে অ্যালুমিনিয়াম ফ্রেম হ্যান্ডসেটটিকে প্রিমিয়াম লুক দেয়। মুলত সামসাং এস সিরিজের স্মার্টফোনগুলোকে অনুসরণ করে এই ফোনটি ডিজাইন করা হয়েছে। সুপার অ্যামোলেড কার্ভড ডিসপ্লে যুক্ত মোবাইল আমার কাছে সবচাইতে ভালো লাগে। সে জন্য আমি একসাথে Samsung Galaxy S10 Plus এবং Samsung Galaxy S8 ফোন দুটি ব্যবহার করছি। আপনার বাজেট একটু বেশি হলে শাওমি এর স্টাইলিশ এই ফোনটি কিনতে পারেন।

শাওমি এমআই ১০ এর ফিচার্স

ডিসপ্লে টাইপ সুপার এমুলেড টাচস্ক্রিন
সাইজ ৬.৬৭ ইঞ্চি
রেজুলেশন ফুল এইচডি (1080 x 2340)

বডি ডিমেনশন ৬.৪০ x ২.৯৪ x ০.৩৫ ইঞ্চি
ওজন ২০৮ গ্রাম
বডি টাইপ সামনে ও পিছনে করনিয়া গরিলা গ্লাস-৫
সিম কার্ড ডুয়াল সিম (ন্যানো সিম কার্ড)

ক্যামেরা সামনের ক্যামেরা ২০ ম্যাগা পিক্সেল
পিছনের ক্যামেরা ১০৮ ম্যাগা পিক্সেল (ফ্লাশ)
ভিডিও ক্যামেরা ফুল এইচডি (1080 x 2340)

ম্যামোরি র‌্যাম ৮ জিবি ও ১২ জিবি
রোম ১২৮ জিবি ও ২৫৬ জিবি
অতিরিক্ত কার্ড মাইক্রো এসডি কার্ড স্লট

প্রসেসর চিপেস্ট কোয়ালকম স্নাপড্রাগন ৮৬৫
সিপিইউ অক্টাকোর
জিপিইউ এডরিনো ৬৫০

অন্যান্য ফিচার্স নেটওয়ার্ক ২জি/৩জি/৪জি/৫জি
ব্যাটারি ৪৭৮০ এমএইচ (ফিক্সড), ফাস্ট চার্জিং
কালার কোরাল গ্রিন, গ্রে ও গোল্ড
সফটওয়্যার এন্ড্রয়েড ১০

দাম কত বাংলাদেশ ৫৬৫০০ টাকা (আন-অফিসিয়াল)
ভারত ৪৯৯৯৯ রুপি (অফিসিয়াল)

শেষ কথা

আশাকরি এই পোস্ট থেকে আপনি উপরোক্ত ৫ টি শাওমি ফোনের দাম জেনে নিয়ে আপনার পছন্দের ফোনটি কিনতে অনেকটা হেল্প হবে। এই ৫ টি সেরা শাওমি ফোনের মধ্যে আপনার কাছে কোন মডেলের ফোনটি ভালো লেগেছে, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভূলবেন না। সেই সাথে আপনি শাওমি এর কোন মডেলের ফোন ব্যবহার করছেন কিংবা কোন ব্রান্ডের কোন মডেলের স্মার্টফোন ব্যবহার করছেন, সেটিও জানাতে পারেন।

0/Post a Comment/Comments

Partner

Your Ads Here
73745675015091643
Your Ads Here
Your Ads Here