ব্লগার AMP টেমপ্লেট বা ব্লগার AMP থিম এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। গুগল ব্লগস্পট যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি এএমপি সাপোর্ট করছে না কিন্তু ভালোমানের ওয়েব ডেভেলপাররা বিভিন্ন টেকনিক অবলম্বন করে এখন অনেক ভালোমানের ব্লগার AMP টেমপ্লেট ডিজাইন করছে। সবচাইতে মজার বিষয় হচ্ছে অধিকাংশ ওয়েব ডেভেলপাররা এখন সম্পূর্ণ ফ্রিতে ব্লগার AMP থিম ডাউনলোড করার সুযোগ দিচ্ছে। আপনার ব্লগের স্পিড অনেক দ্রুত গতি সম্পন্ন করতে চাইলে একটি ভালোমানের এএমপি ব্লগার থিম ডাউনলোড করে সেটি ব্যবহার করতে পারেন।
যারা নতুন করে ব্লগিং শুরু করার কথা ভাবছেন বা ব্লগ তৈরি করার কথা ভাবছেন, তারা চাইলে খুব সহজে গুগল ব্লগার দিয়ে সম্পূর্ণ ফ্রিতে নিজের নামে একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। কিভাবে ফ্রি ব্লগ তৈরি করতে হয়, সে বিষয়ে আপনার ধারনা না থাকলে, আমাদের ব্লগ থেকে সে বিষয়টি জেনে নিতে পারেন। আমাদের ব্লগে ফ্রি ব্লগ এবং ওয়েবসাইট তৈরির দুটি পৃথক পোস্ট রয়েছে।
এগুলো অবশ্যই পড়বেন -
এগুলো অবশ্যই পড়বেন -
সাধারণত যারা নতুন ব্লগ শুরু করেন, তাদের ক্ষেত্রে ব্লগের ডিজাইন চয়েস করতে অনেক সমস্যায় পড়তে হয়। অনলাইনে বিভিন্ন ডিজাইনের ফ্রি ব্লগার থিম সহজে পাওয়া যায় বিধায় কোন থিম দিয়ে ব্লগ শুরু করব বা কোন ডিজাইনের থিম সিলেক্ট করা উচিত, সেটি নির্ধারণ করতে প্রাথমিক অবস্থায় কিছু দ্বিধাদন্দের মধ্যে পড়তে হয়।
আপনি যদি একদম নতুন হন বা ব্লগিং শুরু করার কথা ভেবে থাকেন, তাহলে একটি এএমপি ব্লগার থিম দিয়ে নিজের একটি ফ্রি ব্লগ তৈরি করে নিতে পারেন। আমরা আজকের পোস্টে বাছাই করা সেরা ৫ টি এএমপি ব্লগার থিমের বিভিন্ন ফিচার্স আপনাদের সাথে তুলে ধরব। আশাকরি থিমগুলো আপনাদের কাজে লাগবে।
সেরা ৫ টি ব্লগার AMP থিম-২০২১
আমরা যে ৫ টি ব্লগার AMP থিম বাছাই করেছি, সেগুলোর প্রত্যেকটি থিম নিয়ে আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন রিসার্চ করেছি। প্রায় ২৫ টি ব্লগার এএমপি থিম নিয়ে যাচাই করার পর এই ৫ টি থিম আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এগুলোর ডিজাইন ও আনুষাঙ্গিক বিষয় বিবেচনা করার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার মনেহয় আপনাদের কাছেও অবশ্য ভালো লাগবে।
১। The AMP ব্লগার থিম
এই থিমের নাম দেওয়া হয়েছে "The AMP". ব্লগার থিমটি আমার পছন্দের তালিকায় ১ নম্বরে রেখেছি। কারণ এটিতে এএমপি এর সকল সুবিধা রাখার পাশাপাশি ডিজাইনের দিকটিও প্রাধান্য দেওয়া হয়েছে। সাধারণত একটি এএমপি থিম খুব বেশি ডিজাইন করা থাকে না। কিন্তু এই থিমে যথেষ্ট পরিমানে ডিজাইন করা রয়েছে।
আমাদের দেশের একজন জনপ্রিয় ব্লগার থিম ডেভেলপার এই থিমটি তৈরি করেছেন। Ms Design BD এর জনপ্রিয় ব্লগার ও ব্লগার থিম ডেভেলপার “জনাব সুবেল” ভাই এই এএমপি থিম তৈরি করেছেন। Ms Design BD তে অনেক ভালোমানের ব্লগার প্রিমিয়াম ও ফ্রি থিম পাওয়া যায়। আপনি চাইলে সুবেল ভাই এর ব্লগ থেকে বিভিন্ন ব্লগার থিম অল্প দামে ক্রয় করতে পারবেন।
The AMP থিম এর ফিচার্স
- AMP Supported
- Fully Responsive Design
- Mobile Friendly
- SEO Optimized
- Testing Tool Validator
- Easy Admin Panel
- Dropdown menu
- Social Icons
- Adsense Ready by AMP
- Breadcrumbs
- Related Posts
- Subscribe Box
- Author Box
- Social Share Buttons
- Facebook Comment
- Search Box
- Custom 404 Error page
- Much more
২। Infinite AMP ব্লগার থিম
এটা আমার খুব প্রিয় একটি এএমপি ব্লগার থিম। এই থিমটি খুব দ্রুত গতি সম্পন্ন। অনলাইনে যত এএমপি ব্লগার থিম আছে, সবগুলো থিমের মধ্যে এটাকে সবচাইতে ভালো এএমপি থিম হিসেবে ধরে নেওয়া হয়। এএমপি ব্লগার থিম হিসেবে অনলাইনে এটির প্রচুর জনপ্রিয়তা রয়েছে।
Infinite AMP থিম এর ফিচার্স
- Responsive and Mobile Friendly
- SEO Friendly
- Dynamic Heading
- Easy Menu Navigation
- Valid Schema.org
- High CTR
- 2 Column
- Breadcrumbs
- Footer Menu
- Related Posts
- Search Box
- Social Share Button
- Shortcodes
- Subscription Widget
- Disqus Comments
- Google Testing Validator
৩। Vletters AMP ব্লগার থিম
এই থিমটি দেখতে বেশ স্টাইলিশ। যারা বিভিন্ন ধরনের লাইফস্টাইল বা ফটোগ্রাফি নিয়ে ব্লগিং করেন, তারা এই থিমটি ব্যবহার করতে পারেন। তাছাড়া এই থিমটি বেশ দ্রুত গতি সম্পন্ন। বিশেষকরে এই এএমপি ব্লগার থিমের কালার, আইকন ও লেআউট আমার কাছে বেশ ভালো লেগেছে। আশাকরি আপনার কাছেও এই এএমপি ব্লগার থিম ভালো লাগবে।
Vletters AMP থিম এর ফিচার্স
- Responsive Design
- Menu Navigation
- Ads Ready
- Valid Schema.org
- Breadcrumbs
- Related Posts
- Search Box
- SEO Friendly
- Menu Navigation
- Social Share Button
- Short-Codes
- Disqus Comments
- Valid Schema Markup
- And Much More
৪। Noname AMP ব্লগার থিম
এই থিমটিও দেখতে বেশ সুন্দর ও আকর্ষণীয়। আমার মনে হয়েছে সবগুলো এএমপি ব্লগার থিমের মধ্যে এই থিমটিতে সবচাইতে বেশি ফিচার্স রয়েছে। এই থিমের এ্যাডমিন প্যানেল থেকে সহজে ব্লগের উইজেট ও ম্যানুবার কন্ট্রল করা যায়। আমার কাছে এই এএমপি থিমটি খারাপ লাগেনি। আশা করছি আপনার কাছেও ভালো লগবে।
লাইভ দেখুনফ্রি ডাউনলোডথিম ক্রয় করুন
লাইভ দেখুনফ্রি ডাউনলোডথিম ক্রয় করুন
আমার দেখা ২০২১ সালের সেরা AMP ব্লগার থিম আপনাদেরকে শেয়ার করে দিলাম। আমার মনেহয় প্রত্যেকটি এএমপি থিম আপনাদের পছন্দ হবে। ভবিষ্যতে নতুন কোন ভালোমানের এএমপি থিম লঞ্চ হলে আমরা সেটিও আপনাদের সাথে শেয়ার করে দেব।
আপনি বর্তমানে কোন ধরনের ব্লগার থিম বা কোন থিমটি ব্যবহার করছেন, সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া এই ৫ টি এএমপি থিমের বাহিরে আপনার কোন পছন্দের এএমপি ব্লগার থিম থাকলে, সেটিও আমাদেরকে জানাতে পারেন।
Noname AMP থিম এর ফিচার্স
- Accelerated Mobile Pages (AMP) HTML
- AMP Ready All Pages
- Mobile Friendly
- Fully Responsive Design
- Validated Structured Data
- SEO Ready
- Custom Post with Grid and List
- Slot Ads Ready
- For Adsense
- Responsive Ad Slot
- Build with HTML5
- Build with CSS3
- Fast loading
- Advanced Search Engine Optimization
- AMP Social Share Button
- Disqus Comment Ready
- Popular Post Widget with Thumbnail
- Search Column Responsive valid AMP
- Valid Schema.org
- Sidebar Right
- Breadcrumbs SEO
- Dynamic Heading
- Custom Error 404 Page
- Compatible with major browsers
৫। Amara AMP ব্লগার থিম
ফ্যাশন, ডিজাইন, ফটোগ্রাফি ও লাইফস্টাইল বিষয়ে যারা ব্লগিং করেন, তাদের জন্য এটি পারফেক্ট চয়েস হবে। তাছাড়া যারা ব্লগে শুধুমাত্র কনটেন্ট লিখেন, তাদের জন্যও Amara AMP ব্লগার থিম খুব কাজের হবে। থিমটি দেখতে বেশ আকর্ষণীয়। মহিলাদের জন্য এই থিমটি বেশ মানানশই হবে।Amara AMP থিম এর ফিচার্স
- Fully Responsive
- It supports Smooth scrolling
- Enhanced mobile layout
- Toggle navigation menu
- Back to Top Button
- Retina Ready
- Social media icon widget
- Compatible with major browsers
- Instagram & Pinterest widgets
- Customized widgets & gadgets
- Customizable colors
- Social media share icons
- Pinterest hover share icon
- SEO Optimized
- Personal/Travel/Fashion
- instructions with Video Documentation
আমার দেখা ২০২১ সালের সেরা AMP ব্লগার থিম আপনাদেরকে শেয়ার করে দিলাম। আমার মনেহয় প্রত্যেকটি এএমপি থিম আপনাদের পছন্দ হবে। ভবিষ্যতে নতুন কোন ভালোমানের এএমপি থিম লঞ্চ হলে আমরা সেটিও আপনাদের সাথে শেয়ার করে দেব।
আপনি বর্তমানে কোন ধরনের ব্লগার থিম বা কোন থিমটি ব্যবহার করছেন, সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া এই ৫ টি এএমপি থিমের বাহিরে আপনার কোন পছন্দের এএমপি ব্লগার থিম থাকলে, সেটিও আমাদেরকে জানাতে পারেন।
Post a Comment